২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
মহিলা লীগের নেত্রী লিমাসহ ১০ জন কারাগারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায়... এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত আমতলীতে দুই সন্তানের জনক দশম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও

মানিকগঞ্জের কাঁচামরিচ রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

 অনলাইন ডেস্ক: সমকাল নিউজ ২৪
মানিকগঞ্জের কাঁচামরিচ রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

মানিকগঞ্জের কাঁচামরিচ নিজ জেলা ও রাজধানীর আশপাশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রফতানি হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মানিকগঞ্জের কাঁচামরিচের বেশ চাহিদা রয়েছে। মানিকগঞ্জের বরংগাইল হাট থেকে প্রতিদিন গড়ে ৩০ টন মরিচ মালয়েশিয়া, কুয়েত, রিয়াদ, দুবাই, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে বলে জানালেন স্থানীয় আড়তদাররা।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরী জানান, মানিকগঞ্জ জেলার মরিচের মান ভাল হওয়ায় প্রতিদিন তা প্রচুর পরিমাণে বিদেশে রফতানি হচ্ছে। এতে ভালো দাম পাচ্ছেন কৃষকরা।

কিন্তু এবার ঝড় বৃষ্টি ও প্রচণ্ড খড়ায় মানিকগঞ্জের মরিচের ফলন তেমন ভাল হয়নি বলেও জানান তিনি।

এই কৃষি কর্মকর্তা বলেন, মানিকগঞ্জের প্রায় প্রতিটি উপজেলাতেই মরিচের চাষাবাদ হয়। তবে ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় মরিচের আবাদ হয় সবচেয়ে বেশি। অনুকূল আবহাওয়া আর ভালো পরিচর্যায় মরিচের ফলন বেশি হয়। গত মৌসুমে জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হলেও এ মৌসুমে আবাদ হয়েছে মাত্র সাড়ে তিন হাজার হেক্টর জমিতে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জের বরংগাইল হাটের তাজউদ্দিন, জহিরুল হক, মোফাজ্জল হোসেন ও শফি মিয়ার আড়ত থেকে বিদেশে মরিচ রফতানি হচ্ছে।

আড়তদার তাজউদ্দিন প্রায় ২৫ বছর ধরে মরিচ বেচাকেনার সঙ্গে জড়িত আছেন। তিনি বলেন, প্রতিদিন গড়ে বরংগাইল হাট থেকে ৩০ টন কাঁচামরিচ বিদেশে রফতানি হচ্ছে। গতবার যে মরিচ গড়ে ১২ টাকা কেজি দরে কিনেছিলাম এবার সেই মরিচ কিনতে হচ্ছে গড়ে ৩৫ টাকা কেজিতে।

তিনি জানান, তার আড়তে প্রতিদিন ১১ জন শ্রমিক রফতানির জন্য মরিচগুলো বাছাই করে ওজন করে তারপর তা প্যাকেটজাত করে।

বরংগাইল হাটের আড়তদার জহুরুল হক জানান, মানিকগঞ্জের উৎপাদিত বিন্দু জাতের মরিচের বিদেশে চাহিদা বেশি। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ মরিচ বিদেশে পাঠানো হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি মরিচ বিদেশে রফতানি করা সম্ভব।

শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের মরিচ চাষি জিয়াউর রহমান জানালেন, এ বছর দুই বিঘা জমিতে তিনি মরিচ আবাদ করেছেন। ফলন কম হয়েছে। তবে দাম ভাল পাচ্ছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে