
আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতারসহ ফাঁসির দাবীতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে । বিক্ষোভ মিছিলটি উপজেলার বিএনপি ও এর সহযোগি সংগঠন উপজেলা সদর ও গোড়াই শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে মির্জাপুর নতুন বাসস্টান্ডে মিলিত হয়।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ এবং গোড়াই শিল্পাঞ্চলে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, গোড়াই ইউনিয়নর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুর মোহাম্মদসহ বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ।
প্রতিবাদ সামবেশ বক্তব্যে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে গ্রেফতারসহ ফাঁসি এবং আওয়ামীলীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান তিনি।
































