বান্দরবনের রুমা উপজেলায় রুমা বাজার পরিচালনা কমিটি সুশৃঙ্খল নির্বাচনে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আজ সকাল (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ২:০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২শত ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে বিকেল ০৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট প্রদান শেষে গণনা করে সভাপতি পদের বিজয়ী হয়েছেন মোঃ খলিলুর রহমান ১ শত ৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইদ্রিস মিয়া ৭৮ ভোট,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন ১ শত ৭৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ দাস ৫৪ ভোট, কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাধন বড়ুয়া।
দীর্ঘ ৮ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশে নানা জল্পনা – কল্পনা শেষে সবারই মুখে আনন্দ ফোটে ওঠে। এই ভোট স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচিত সভাপতি মোঃ খলিলুর রহমান সমকাল নিউজ ২৪ কে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ভোট হওয়াতেই আমরা অত্যান্ত খুশী। আমাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে রুমা বাজারকে মডেল বাজার রুপ দিতে চাই। যে সকল সমস্যা গুলো বিদ্যমান আছে তা নিরসন করা হবে।