সোহানুর শুভ,হাবিপ্রবি প্রতিনিধিঃ
দিনাজপুর সদর ৩ আসনে টানা তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হুইপ ইকবালুর রহিমকে ফুলেল শুভেচ্ছা জানায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
গত ৩০ ডিসেম্বর বিপুল ভোটে জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দিনাজপুরের কৃতি সন্তান ইকবালুর রহিম। তিনি ২ লাখ ৩০ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামিক আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) পেয়েছেন ৩৯ হাজার ২৪৭ ভোট।
জয়লাভের পর সোমবার নাজমা রহিম ফাউন্ডেশনে নবনির্বাচিত ও টানা ৩ বারের বিজয়ী সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিমকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন সহ অন্যান্য নেতাকর্মী ।