১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ছাতক পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫... চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত,পরিবারে... পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মতলবে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে ১২ শ কেজি জাটকা উদ্ধার আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

আদমদীঘিতে বাবা-ছেলের পথরোধ করে মারপিটের অভিযোগ

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

বগুড়ার আদমদীঘিতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাবা-ছেলের পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার শিয়ালসন গ্রামের মৃত সামছউদ্দিন খন্দকারের ছেলে রওশন আলী খন্দকার ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি শিয়ালসন মোড়ে ঘটে।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুর ২টার দিকে আদমদীঘি বাজারে রওশন আলী খন্দকারের রড ও সিমেন্টের দোকানে শিয়ালশন গ্রামের জাহিদ, জিহাদ, রিহাদ, নূর মোহাম্মদ ও ইব্রাহীমসহ অজ্ঞাত আরো ৩-৪ জন ব্যাক্তি এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর বেলা ৩ টায় রওশন আলী ও তার ছেলে সোহরাব হোসেন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁদের পথরোধ করে মারপিট করে।

 

রওশন আলী খন্দকারের দাবী, তার কাছে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা।

 

এদিকে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রওশন আলীর বাড়িতে বিবাদীরা রঙ মিস্ত্রির কাজ করেন। প্রথম দিনই রওশন তাদের কাজ পছন্দ করেননি । এরপরও রঙ মিস্ত্রিরা তাদের কাজের টাকা নিতে রওশনের দোকানে যান। টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সেখানে হট্টগোল বাঁধে।

 

জিহাদের দাবী, টাকা চাওয়ায় তাদের ২ জনকে দোকানের দরজা বন্ধ করে মারপিট করা হয়েছে। আর সেই রাগে শিয়ালসনের রাস্তায় বাবা-ছেলের পথরোধ করে মারপিট করা হয়।

 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, উভয়ের বাড়ি একই জায়গায়। তাদের মধ্যে আগেই মনোমালিন্য ছিলো। ঘটনার পর থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
বগুড়া বিভাগের সর্বশেষ
ওপরে