আপনার হয়তো হঠাৎ করেই জঙ্গল দেখার সাধ জাগল মনে,
সময় করে দূরে কোথাও যাবার সুযোগ মিলছে না। খুজছেন এমন একটা জায়গা, স্বল্প সময়ে ও খরচে যেখানে মিলবে একরাশ ভাল লাগা।
বরগুনার খুব কাছেই বরইতলা ফেরীঘাট থেকে পূর্ব দিকের কেওড়ার বনে একবার ঘুরে আসতে পারেন।
আশা করছি, কেওড়া বনের সবুজের মাধুর্য আপনাকে দেবে নির্মল প্রশান্তি।
বন পেরিয়ে একটু দূরে গেলেই মিলবে বিষখালী ও কেওড়া বনের দারুণ মিলনস্থল। এমন নৈসর্গিকতা সত্যিই বরগুনাবাসীর জন্য বড় একটা পাওয়া।
তো আর দেরি কেন, হয়ে যাক এক বিকেলের ট্যুর।
যাবার ব্যবস্থা :
বরগুনা পৌরসভার সামনে থেকে অটোরিকশাতে যেতে পারেন অথবা নৌকা নিয়েও ঘুরে আসা যায় এই কেওড়া বনে।
প্রত্যাশা করি, কেওড়া বনে ঘুরে আপনার সময়টা বৃথা যাবে না।
আতিক রহমান
ফ্রিল্যান্স ফটোগ্রাফার
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’




























