পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চিলমারী থানাহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু রাম দাস এর নিজ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় লোকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার ১০টার দিকে তার থানাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া নিজ বাড়ীতে এসব শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
বাচ্চু মিয়ার একমাত্র কন্যা সন্তান স্মৃতি রানী রায় হত দরিদ্রের হাতে শাড়ী তুলে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।
এ সময় মহিলা আওয়ামী লীগ ১ নং ওয়ার্ডের সভাপতি শেফালী রানী, গোপিনাথ, মুকুল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন পরে ১৬০ জন হতদরিদ্র ও অসহায় লোকদের মাঝে শাড়ী, লুঙ্গী, গামছা, ধুতি পাঞ্জাবি বিতরন করা হয়।
বাচ্চু মিয়া বলেন, আমি প্রতি বছর চেষ্টা করি হতদরিদ্রদের পাশে থাকতে, আমি যতদিন থাকব চেষ্টা করব সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকার।