৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

কর্মস্থলে ফেরার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ!

 রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সমকাল নিউজ ২৪

কুড়িগ্রামের রৌমারীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষকে জিম্মি করে বাস, মিনিবাস, সিএনজি ও অটোরিকশা সহ সব ধরনের যানবাহন গুলো দুই থেকে তিন গুন বাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে কালো বাজারে টিকিট বিক্রি হওয়ার কারনে কাউন্টার গুলোতে ধরনা দিয়ে ও মিলছে না একটা টিকিট। সামকাল নিউজ ২৪ ডট কমের রৌমারী উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান রুবেল নিজের পরিচয় গোপন রেখে একটি টিকিটের আশায় বিভিন্ন মুঠোফোনে যোগাযোগ করলে ও শেষে টিকিট পাননি।

জানা যায়, ঈদের পরের দিন থেকে নারীর টানে বাড়ী ফেরা মানুষ আস্তে আস্তে কর্মস্থলে ফিরতে শুরু করেন। কাউন্টারের মানুষের ভিড় দেখেই যানবাহনের মালিকরা ২-৩ গুন বাড়া বৃদ্ধি করে। এতে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।

জাহিদ নামের এক যাত্রী বলেন, ঈদের আগের ঢাকা থেকে বাড়ী আসার সময় ৬৫০ টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে। এখন কর্মস্থলে ফেরার জন্য টিকিট কিনছি ৮০০ টাকা দিয়ে।

এদিকের টিকিটের মুল্যে বৃদ্ধির কারন জানতে চাইলে একজন টিকিট বিক্রেতা জানান, মালিক পক্ষের নির্দেশে টিকিটের মুল্য বৃদ্ধি করা হয়েছে। এর বেশী কিছু তারা জানেন না।

নাম প্রকাশ না করার শর্তে একজন হেলপার বলেন, ঈদের আগে খালি গাড়ি নিয়ে ঢাকায় যেতে হয়েছে। এখনো ঢাকা থেকে কম যাত্রী নিয়ে বাস আসছে। তাই যাতায়াতের খরচ হিসাব করে ক্ষতি পুষিয়ে নিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুড়িগ্রাম বিভাগের আলোচিত
ওপরে