গাজীপুরের কালীগঞ্জে ভিজিএফ’র চাল পেল উপজেলার ১৭৯১৮ জন ব্যক্তি। বুধবার দুপুরে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভা, নাগরী, তুমলিয়া, বক্তারপুর, মোক্তারপুর, জামালপুর, জাঙ্গালীয়া ও বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বন্যা ও অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি এবং পরিবারকে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেকে ১৫ কেজি করে উপজেলার ১৭৯১৮ জন ব্যক্তিকে ২৬৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আক্তারুজ্জমান, পৌর সচিব মো. মিলন মিয়া, কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ।