কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবার সাথে মাছ ধরতে যেয়ে পুকুরের পানিতে ডুবে সামিয়া খাতুন নামে ৮ বছরের এক শিশুর মর্মাম্তিক মৃ’ত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার পাঁচলিয়া গ্রামে বকুল সিটি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের আব্দুর রশিদের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে পাঁচলিয়া গ্রামের বকুল সিটি পার্কের পাশে একটি পুকুরে এলাকার লোকজন মাছ ধরতে থাকে। এ সময় শিশু সামিয়া তার বাবার সাথে ওই পুকুরে মাছ ধরতে যায়। পরে হটাত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থল থেকে শিশু সামিয়াকে উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ ঘটনায় এখনো অ’ভিযোগ হয়নি।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’































