চাঁদকে আমি বলব গিয়ে
রেহমান আনিস
চাঁদকে আমি বলব গিয়ে
চাও না ফিরে ঘোমটা খুলে,
নবীন-প্রবীণ কাঁদছে বসে
কেউ তাকায় না একটু ভুলে।
হাসছে সবাই গোলক ধাঁধায়
খেলছে বসে রঙ্গলীলা,
লীলার মাঝে আধার যেটুক
মারছে তাতে কেউ যে ঢিলা।
মুখটি ঘোরাও চোখটি ফেরাও
হাতটি বাড়াও এবার তুমি,
দেখবে খেলা খেলছে সবাই
ছন্দ পাবে স্বাধীন ভুমি।
দমবে পেশী কমবে প্রতাপ
বসবে গণেশ নম্র বেসে,
মুছবে কালী আঁকবে ছবি
শুভ্র মেঘে হেসে হেসে।
শিশুর গালে উঠবে রবি
প্রভাত বেলা কাটবে বাধা,
ফিরবে আশা আকাশ হতে
আঁচল পেতে আধা আধা।
রেহমান আনিস
কাস্টম হাউস বেনাপোল, যশোর



























