যশোরের চৌগাছার প্রতিবন্ধী সোহান হোসেনকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন।
উপজেলা সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণী গুবিনাথপুর গ্রামের দিনমজুর আমানুল্লাহর প্রতিবন্ধী ছেলে সোহানের চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়। গরীব অসহায় পিতা তিন সন্তানকে নিয়ে কোন রকমে জীবন যাপন করছেন, তার মধ্যে ছোট্ট প্রতিবন্ধী সোহানের চলাচলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারছিলনা।
প্রতিবন্ধী সোহানের একটি হুইল চেয়ারের জন্য তার অসহায় হতদরিদ্র পিতা চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের নিকট সহযোগিতা চাইলে সংগঠনটি প্রতিবন্ধী সোহানের জন্য হুইল চেয়ার দেয়ার ব্যবস্থা করেন। তারি ধারাবাহিকতায় ১০ই জুন রোজ শুক্রবার বিকালে আমানুল্লাহ বাড়িতে গিয়ে প্রতিবন্ধী সোহানকে হুইল চেয়ার উপহার দেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের দিকনির্দেশনা ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ নেতৃত্বে হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।