ছোট ছুটেছে বাজারে টাকাকড়ি নিয়েছে হাজারে দেখবে আজ পশুর হাট মানুষের ভিড়ে দেখা হয় নি বাট? ছোট রেগে ছুটে চলে কৌশলে পিছনে গরু গরু বলে লোকে তখন গরুর ভয়ে সরু হয় ছোট তখন বলে দেখ বুদ্ধি কারে কয়? ছোট কে ছোট বলে দিচ্ছে না মূল্য ছোট বলে দেখ বেপারী আমি পিতৃতুল্য বলত দেখি গরু মূল্য কত? লক্ষ নাকি হাজার না বলবি শত।বেপারী বেপার বুঝে বলে, আর এই কি মাল! ত্রিশ বছর ব্যবসা করি দেখিনি তো কোন কাল। তোমার জন্য গরুটির দাম চাইবো কম তবে থাকবে তো দাম শুনে দম। ছোট বলে “এই বেপারী বাদ দাও আজেবাজে কথা, গরুর দাম কত বল তুমি যথা। কিনবো যখন বলছি কিনবো এটি ঠিক তারপর ও আল্লাহ যদি রাখে রিজিক। বেপারি সল্প মূল্য অল্প দামে দিয়েছে গরু ছোট আবার ছুটাছুটি করেছে শুরু। গরু ছোটকে নিয়ে দিলো টান ছোট তখন ধরেছে ভাঙ্গা কণ্ঠে গান।
ছোটর গরু কিনা
