৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন

 যশোর প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মোঃ সাঈদ মোল্লার জন্মগত প্রতিবন্ধী ছেলে ফাহিম হোসেনকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (১০ ডিসেম্বর ) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

জানা গেছে মোঃ সাঈদ মোল্লার ছেলে জন্মগত প্রতিবন্ধী মোঃ ফাহিম হোসেন( বয়স ১৪) জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার বাবা নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তিনি ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ,মোঃ মনিরুল ইসলাম,মোঃ লিটন খাঁন, মোঃ কায়েম হোসেন, মোঃ মাসুদ রানা,মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ নয়ন রহমান, মোঃ কামরুল হাসান, মোঃ আহমেদ সুমন, মোঃ আছির উদ্দিন, মোঃ রাকিব হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাজিদ ইকন, মোঃ জাহিদ হাসান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ পলক হোসেন মোঃ আব্দুল্লাহ্ সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে।

ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
যশোর বিভাগের আলোচিত
ওপরে