৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

ঝালকাঠিতে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির প্রতিবাদ সভা

  সমকাল নিউজ ২৪

মো: ইমাম হোসেন বিমান,ঝালকাঠি ::

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপি দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

সোমবার ১৮ নভেম্বর সকালে শহরের আমতলা সড়ক সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু তার বক্তব্যে বলেন, দেশে পেঁয়াজ নিয়ে হাহাকার শুরু হয়েছে সরকার ব্যর্থ হয়েছে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। পাশাপাশি চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশ ছোঁয়া যা সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তাই খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। বাংলাদেশের ইতিহাসে পেঁয়াজের মূল্য এই সরকারের আমলে ৩০০টাকা যা বিশ্ব রেকর্ড করলো । মৌলিক চাহিদা মেটাতে দেশের সাধারণ মানুষ আজ তাই দিশেহারা হয়ে পড়েছে।

পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে তিনি সরকারের কাছে দাবী জানান। সেই সাথে ভারতের সাথে করা চুক্তি জনগনের কাছে তুলে ধরতেও সরকারকে আহ্বান জানান জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

 

‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ঝালকাঠি বিভাগের আলোচিত
ওপরে