৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের

 ঝালকাঠি প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাষ করে কৃষকদের নজর কেড়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন।

সরে জমিনে গিয়ে দেখা যায় ৯০ শতাংশ জমিতে সবুজের সমারোহে ফলে ভরা গাছ। বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন।

এ বিষয় বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন জানান, ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মদের পরামর্শে বারি গম ৩৩ চাষ করি। এতে অল্প খরচে লাভ বেশি তাছাড়াও দেশের পুষ্টি চাহিদা পূর্ণ করে। এবার ৯০ শতাংশ জমিতে গম চাষ করেছি ফলন ভালো দেখা যাচ্ছে তাই আগামীতে আর জমিতে গম চাষ করব।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান, শস্যবিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাচৈর ব্লকের বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন পরামর্শ অনুযায়ী চাষ করেন। গমের ফলন ভালো হওয়ায় তরুণ উদ্যোক্তারাও গম চাষ আগ্রহী হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ঝালকাঠি বিভাগের আলোচিত
ওপরে