মো: ইমাম হোসেন বিমান,ঝালকাঠি ::
ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতে আড্ডা বন্ধ করার জন্য জেলা পুলিশ সুপারের বিশেষ অ’ভিযান। জেলার রাজাপুর উপজেলায় বিভিন্ন স্থানে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিশেষ অ’ভিযান পরিচালনার মাধ্যমে স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের রাতে আড্ডা বন্ধে আহবান জানান।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ অ’ভিযানের অংশ হিসেবে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অ’ভিযান পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় ঘোড়াঘুরি ও আড্ডা দেওয়া দেখে তাদেরকে বুঝিয়ে পড়ার টেবিলে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এর আগে পুলিশ সুপার ঝালকাঠি শহরের বিভিন্ন পার্ক, গাবখান সেতু এলাকায় রাতে অ’ভিযান চালিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে পাঠানোর ব্যবস্থা করেন।
এ সময় জেলা পুলিশ সুপারের সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, রাজাপুর থানা সেকেন্ট অফিসার এসআই শাহজাদা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পুলিশ সুপার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।