নেত্রকোনোর দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সদ্য প্রয়াত মরহুম আব্দুল মান্নান খান এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে আয়োজিত শোক সভায় মরহুমের কর্মজীবন নিয়ে আলোচনা করেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা আ‘লীগ এর সিনিয়র সভাপতি উসমান গনি তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, এডভোকেট সজয় চক্রবর্তী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য: মরহুম আব্দুল মান্নান খান বিগত সংসদ নির্বাচনে নৌকা মার্কার জনসভায় বক্তব্য শেষে বাড়ী ফেরার পথে ট্রাকের চাপায় নিহন হন। সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




 
	


























