২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন ব্যবসায়ীকে ১ লাখ টাকা... সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায় ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর বরগুনায় হাজারের ওপর ডায়রিয়া আক্রান্ত, জায়গা নেই... বকশীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, ভোগান্তি...

দুর্গাপুর পৌরশহর এখন ট্রাকের কাছে জিম্ম।

 তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি। সমকালনিউজ২৪

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উপর দিয়ে বালু ভর্তি শত শত ট্রাক চলাচল করায় ট্রাকের কাছে শহরবাসী জিম্মি হয়ে পড়েছেন।

 

এ বিষয়ে সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, শতশত বালু বোঝাই ট্রাক বালু নিয়ে যাবার সময় বালুর উপর কোন ত্রিপল না থাকায় পথযাত্রীদের দূর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। পৌর শহর সদর উৎরাইল, বিরিশিরি, কাচারী মোড়, পুলিশের মোড় ও দুর্গাপুর-নাজিরপুর মোড়, ধানমহাল, সুসং সরকারী কলেজ ও আলিয়া মাদ্রাসা মোড় সহ ব্যস্ততম তেরী বাজারের ঘনবসতি এলাকায় দৈনিক ঘন্টার পর ঘন্টা শতশত বালু ভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকায় স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের মারাত্বক দূভোর্গের শিকার হতে হয়। এছাড়া অটোরিক্সা, লড়ি, সিএনজি, গুলো বিভিন্ন মোড়ে অস্থায়ী ষ্টেশন গড়ে তোলায় সব সময়ই জ্যাম লেগে থাকে।

 

শহরের নাকাল অবস্থা নিয়ে পৌর মেয়র হাজী আব্দুস সালাম বলেন, পৌরসভা সংলগ্ন সোমেশরীর পাড় ঘেষে পরিকল্পনা মোতাবেক বাইপাস সড়ক নির্মাণ করতে পারলে জনগণের দূর্ভোগ অনেকটাই কমে যাবে। আমরা এব্যাপারে বহুবার প্রশাসনকে অবহিত করার পরও কোন বরাদ্দ পাচ্ছি না।

 

এ ব্যাপারে দুর্গাপুর পৌরবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
নেত্রকোনা বিভাগের আলোচিত
ওপরে