‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালিটি কুন্দারহাট বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পুলিশ ফাঁড়িতে গিয়ে শেষ হয়। এছাড়া র্যালীতে উপস্থিত ছিলেন কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আজিজুল ইসলাম, এসআই সুলতান মাহমুদ, এটিএসআই আঃ হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি রাসেল মাহমুদ, ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল, বীজ ব্যবসায়ী রুহুল আমীন, মাওলানা রুহুল আমীনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নন্দীগ্রামে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী।
Warning: Use of undefined constant yes - assumed 'yes' (this will throw an Error in a future version of PHP) in /home/samakaln/public_html/wp-content/themes/samakalnews24/template-parts/content.php on line 37
 
	





























