৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

নিখোঁজ আলিফ কে খুঁজছে মা

 রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

দীর্ঘ ১১ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো. আলিফ নামে এক শিশু।

মো. আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রæয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি করেছেন মো. আলিফের মা রেশমা খাতুন।

রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রæয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের টাকা নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রæয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি। গত ২০ ফেব্রæয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এসময় ছেলেকে ফিরে পাওয়ার ব্যাকুলতায় কান্নায় ভেঙে পড়েন শিশু আলিফের মা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
যশোর বিভাগের সর্বশেষ
যশোর বিভাগের আলোচিত
ওপরে