পুলিশের সেবা সর্ম্পকে অবহিতকরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের আয়োজনে জনসাধারণ ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯।
পুলিশের এই সেবা সপ্তাহ’র ৩য় দিনে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মেইন বাসস্টান্ড এলাকায় পুলিশ এ লিফলেট বিতরণ করেন।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হেসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই, উপ-পরিদর্শক (এসআই) মোর্তুজা মাহমুদ সজীব সহ সঙ্গীয় ফোর্স।
এসময় সড়কে যানবাহনে কাগজ পত্র বিহীন মটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।




 
	


























