হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সম্প্রতি বসানো হয়েছে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ‘র আদর্শ শিক্ষা দিতে এধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
প্রতিদিন শত শত মানুষ এখানে এসে সেলফি তুলছেন।
ফেসবুকে পোস্ট হচ্ছে সেসব ছবি।
এভাবেই ঘরে ঘরে, সমাজের গভীরে অারো প্রসারিত হচ্ছে বঙ্গবন্ধু ‘র আদর্শ ও জীবনের ত্যাগ তিতিক্ষা। বাড়ছে শিশুদের বঙ্গবন্ধুপ্রীতি ও দেশপ্রেম।
সরকারি প্রতিষ্ঠান ও চত্ত্বরে আরো বেশি দরকার এরকম চর্চা।
তবে খেয়াল রাখতে হবে, এখানে ছবি তোলার ক্ষেত্রে ম্যুরালের ক্ষতি বা সম্মানহানি যেন না হয়।
এই প্রতিকৃতির পাশাপাশি একটা আবক্ষ প্রতিকৃতি শিল্পকলা একাডেমীর সামনে স্থাপন করলে আরো দৃষ্টিনন্দন হবে বলে সবাই কামনা করছেন।
আতিক রহমান
ফ্রিল্যান্স ফটোগ্রাফার
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’




























