“বাতাসে ভ্রমরের গুঞ্জন,
শুকনো পাতার ঝরে পরা,
পায়ের তলায় মুড়মুড় শব্দ বিভোর,
ফুলে ফুলে প্রজাপ্রতি,
গাছে গাছে কাঠবিড়ালি,
পাতার আড়ালে কোকিল,
পলাশ-শিমুল ফুল, কুল গাছে কুল,
আম গাছে আমের মুকুলু। ”
কবিতার ভাষায় বসন্তঋতু সুন্দর,
বাস্তবে এই ঋতু আরো মোহনীয়।
প্রকৃতির দরবারে বসন্ত সমাগত। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ক্যালেন্ডারের পাতায় ঋতুরাজের আগমন। তার আগেই রাজসিক ঋতু বসন্তের সংবাদ সবাইকে পৌছাতে, প্রকৃতিতে নবোদ্যমের বাজনা বেজে ওঠে।
ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে গাছে গাছে রঙীন ফুলের পসরা। দিকে দিকে পাতা ঝরার আয়োজন।
কোকিল ডাকা সুরে বসন্তের আগমনী বার্তা নিয়ে এলো আগুনরাঙা শিমুল।
শিমুল ফুল, দেখতে যেমন সুন্দর, এর থেকে প্রাপ্ত ফলের তেমনি অর্থগত সুনাম রয়েছে।
আবহমান কাল ধরেই শিমুল তুলার গুণাগুন সর্বজনস্বীকৃত।
বসন্ত যেমন নতুন সাজে প্রকৃতি বৈচিত্র্যময় করে, শিমুল ফুলের তেজোদৃপ্ত লালীমা বসন্তকে করে আরো বেশি রঙীন।
বসন্ত সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, এই শুভকামনা।
ছবিটি সম্প্রতি বরগুনার পুরাকাটা থেকে তোলা।
-আতিক রহমান




























