মানবতা কতটুকু নিচে নামলে পৃথিবীর এক নতুন অতিথিকে (নবজাতক) বিচিত্র এ ভূবনে রাতের আঁধারে কনকনে শীতে ভয়াল সন্ধ্যা নদীর একটি ইট ভাটার কীনারে পরে থাকতে হয়।
তাকে আবার হিংস্র কুকুর দল বেঁধে টানা হেচড়া করে। কুকুরের ডাকে ঘুম ভাংঙ্গে মানুষের।
এমনি একটি মর্ম স্পর্শী হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট গ্রামে।
জানাগেছে শনিবার ৯ ফেব্রুয়ারি রাতে একাধিক কুকুরের ডাকচিৎকার শুনে ওই এলাকার চৌকিদার মকবুল হোসেন সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
তারা ওখানে গিয়ে দেখতে পান চার থেকে পাঁচটি কুকুর দল বেঁধে এক নবজাতকে টানা হেচড়া করছে।
পরে বানারীপাড়া থানায় খবর দেয়া হলে ১০ ফেব্রুয়ারি রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে মানুষ রুপী শয়তানের পাপের জন্যই প্রাণ দিতে হলো এই নিঃপাপ নবজাতককে। হয়তোবা বিচিত্র ভূবনের আলো বাতাস তার শরীরে মাখানোর আগেই তাকে যারা আনলো এ ধরায় তারাই তাকে মেরে নদীর পাড়ে রেখে গিয়েছিলো। যার ফলে ফুটফুটে নবজাতকটির পরিনতি হয় কুকুরের খাবার হিসেবে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান নবজাতকের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি নবজাতকের পরিচয় জনার চেষ্টা চলছে।