৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বিশ্বকাপ খেলার তর সইছে না মরগানের!

  সমকাল নিউজ ২৪
বিশ্বকাপ খেলার তর সইছে না মরগানের!

ইংল্যান্ডের প্রস্তুতি তবে এতটাই জম্পেশ! এর আগে একদিন দলের অধিনায়ক এউইন মরগান জানিয়েছিলেন- বিশ্বকাপ খেলার জন্য কতটা মুখিয়ে আছেন তিনি। এবার জানালেন পুরো দলের কথাই। মরগানের দাবি- বিশ্বকাপের জন্য তার দলের প্রস্তুতি এতই ভালো হয়েছে যে কাল থেকেই বিশ্বকাপ খেলা শুরু করে দিতে রাজি!

বৃহস্পতিবার (২৩ মে) বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলাপকালে মরগান বলেন, ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিশ্বকাপ ভিন্ন একটি মঞ্চ। আপনাকে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে হবে। আমরা নিজেদের সেরা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি কালই আমাদের প্রথম ম্যাচ হয়ে যাক।’

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে যে হারে মাতামাতি হচ্ছে তাতে অনেকেই যেন দলটির হাতেই শিরোপা দেখতে পাচ্ছেন। ২০ বছর পর বিশ্বকাপ আয়োজন করেই দলটি অধরা বিশ্বকাপ জয়ের দেখা পেয়ে যাবে কি না সেটি আপাতত পরের প্রশ্ন। তবে ইংলিশ ক্রিকেটারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা আর আশা কেন এত বেশি, সেটি তাদের জানা আছে বলেই জানালেন ইংলিশ অধিনায়ক মরগান।

তিনি বলেন, ‘আমাদের নিয়ে কেন এত প্রত্যাশা সেটা নিয়ে আমরা সবসময়ই কথা বলি। প্রত্যাশা এমন কিছু নয় যে গরম বাতাস থেকে উদ্ভূত হয়েছে। ঘরের মাটিতে আমরা বড় ইনিংস দাঁড় করিয়েছি যা আমাদের দলকে আত্মবিশ্বাসে পূর্ণ করেছে। আমরা অবশ্যই বিশ্বাস করি, কোনো না কোনো কারণেই আমাদের উপর সবার এত প্রত্যাশা কাজ করছে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে