বিষখালী মোহনায় সূয্যিমামা ডুবে গেলেও
তার লালীমা রেখে যায় অনেকক্ষণ।
সেই গোধূলীয়া আবীর মাখা রঙে
কালো মেঘেরা সাজায় তাদের ডানা।
মেঘ ফেরে ঘরে, আর রূপালী ইলিশ
ধরার স্বপ্ন নিয়ে জেলেরা ছোটে সমুদ্র গভীরে।
বিষখালী মোহনায় সূয্যিমামা ডুবে গেলেও
তার লালীমা রেখে যায় অনেকক্ষণ।
সেই গোধূলীয়া আবীর মাখা রঙে
কালো মেঘেরা সাজায় তাদের ডানা।
মেঘ ফেরে ঘরে, আর রূপালী ইলিশ
ধরার স্বপ্ন নিয়ে জেলেরা ছোটে সমুদ্র গভীরে।
উপকূলীয় জেলা বরগুনায় এরকম দৃশ্য প্রতিদিনের।
সৌন্দর্যময় পরিবেশে একটি বিকেল কাটাতে, বরগুনায় বেড়াতে আসা মানুষ কাছাকাছি দর্শনীয় স্থান খুজে বেড়ায়।
বরইতলা ফেরীঘাটের দুইপাশেই হতে পারে এরকম কোন বিনোদনকেন্দ্র।
এ বিষয়ে প্রশাসনের ভূমিকা আমরা দাবি করতেই পারি।
আতিক রহমান,
ফ্রিল্যান্স ফটোগ্রাফার।