৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

বেনাপোলে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের বাড়িঘর ভাংচুর

 রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

যশোরের বেনাপোলে মারপিট করে অন্যের দখলকৃত খাস জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে মানকিয়া গ্রামের মৃত গনির ছেলে ইহান ও তার পরিবার।

গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উক্ত জমিতে বাড়ির ব্যবহারের পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটায় এই হিংসাত্মক পরিবার।

এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আজিজুল ইসলাম নামে এক যুবক। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আজিজুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানান আজিজুলের বড় ভাই মফিজুর রহমান।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মৃত গণির ছেলে ইহান, বাবু ও খাদিজা খাতুনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহত আজিজুল বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আজিজুলের বড় ভাই মফিজুর রহমান জানান, বিবাদীগণ এলাকার মানুষের সাথে প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের জমি জবরদখল করার চেষ্টা করে।

মামলায় জেতার জন্য নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার দিনও বিবাদীগণ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জমি জবরদখল করার চেষ্টা করে।

একই সময়ে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে ৯৯৯ নাম্বারে কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে পুলিশ দু পক্ষকেই তাদের নিজ নিজ অভিযোগ থানায় দায়ের করার জন্য পরামর্শ প্রদান করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কবির মোড়ল এর কাছে জানতে চাইলে তিনি বলেন এমন মারামারি প্রায়ই করে থাকে ইয়ানের পরিবার।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই শংকর ঘটনার (তদন্তকারী অফিসার) জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম ইহান ও তার ছেলে বাবু তারা নিজেরাই তাদের বাড়িঘর ভাঙচুর করেছে ও হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দুই পক্ষকেই বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
যশোর বিভাগের আলোচিত
ওপরে