যশোরের বেনাপোলে ১৪৬ বোতল ভারতীয় ফে’নসিডিলসহ দুই মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টায় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রে’ফতার করা হয়।
গ্রে’ফতারকৃতরা হলেন, শিকড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও পুটখালী গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মো. হাফিজুর রহমান (৩৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী শিকড়ী গ্রামে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় ফে’নসিডিলসহ দুই মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করা হয়। গ্রে’ফতার আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা’মলা দায়ের করা হয়েছে।