সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবাদান করে আসছে প্রায় ৫ লক্ষাধিক মানুষের। প্রতিদিন এই সেবাদানকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন আগত রোগীরা । কিন্তু স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের ভিতরে যে খোলা জায়গা রয়েছে তা যেন গরু ছাগল চারণভূমিতে পরিনিত হয়ে গেছে। বাহির থেকে দেখতে মনে হয় এটা কোন পতিত জায়গা যেখানে গরু ছাগল ঘাস খাচ্ছে। শুধু তাই নয় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা কমপ্লেক্সটি ভিতরে প্রবেশ করতে রাস্তায় যে সড়ক ব্যবহার করে থাকেন তা গরু ছাগল চলাচল করার কারণে যাতায়াত ব্যবস্থা ব্যহত করছে। অনেক রোগীই গরু ছাগলের তারা খেয়ে ভয়ে দৌড়ে কমপ্লেক্সের ভিতরে চলে যায়।
বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই বিষয়ে গরু ছাগলের মালিকদের নোটিশ দিয়েছি। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। তবে সামনে সেবা কমিটির সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।





























