আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
আর আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৭ই ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
আর উইন্ডিজদের এই টি-টোয়েন্টি দলে ফিরেছেন হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস। এছাড়াও দলে ফিরেছেন পেসার কেসরিক উইলিয়ামস এবং শেল্ডন কটরেল। দলে আছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং ওবেদ ম্যাককয়। অধিনায়ক হিসেবে আছেন কার্লোস ব্র্যাথওয়েট।
উইন্ডিজ স্কোয়াডঃ কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শিরফানে রাদারফোর্ড, শেল্ডন কটরেল, ওশানে থমাস।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১৭ ডিসেম্বর- প্রথম টি-টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
২০ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।