এম.বুরহান উদ্দীন, শৈলকুপা (ঝিনাইদহ)::
ই’য়াবা, নামটা শুনলেই মনে পড়ে মরণ নেশার কথা। হাত বাড়ালেই মিলছে ই’য়াবা,তাও আবার গ্রাম গঞ্জে। গ্রামের মানুষগুলা যারা জানতো না ই’য়াবা কি জিনিস তারাও আজ ই’য়াবা সেবন করছে।
এই মরণ নেশা সেবন সাধারণ থেকে ছড়িয়ে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে। আর মা’দকের মধ্যে অন্যতম ই’য়াবার সাথে গা’জা ব্যাবহার হচ্ছে যেন সিগারেটের মতো। এমন এই ভয়াবহ অবস্থা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের এলাকা গুলোতে।
জানা যায়, উপজেলার ধলহরাচন্দ্র ইউ,পির লাঙ্গলবাধ বাজার, উলুবাড়িয়া, মালিথীয়া,চর- মালিথীয়া, বন্দেখালী, মাজদিয়া, ডাউটিয়া ও কুশবাড়িয়া গ্রাম গুলোতে মিলছে এসব নেশা জাতীয় দ্রব্য ই’য়াবা এবং গা’জা।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কিছু মা’দক ব্যাবসায়ী নিজের বাড়িতে শিক্ষার্থীদেরকে রুমে ঢুকিয়ে একসঙ্গে ই’য়াবা সেবন করছে। এ ছাড়া রাতে পড়ে থাকা স্কুল গুলোসহ এলাকার বাজারের আশে পাশে মা’দকাসক্ত হয়ে মরণ নে’শায় লিপ্ত থাকতে দেখা মিলে তাদের ।
এলাকার সচেতন অভিভাবকরা অভিযোগ করেন, গ্রাম গঞ্জে আগে কিছু গা’জা দেখা গেলেও এসব ই’য়াবা নামের কিছু ছিল না। এখন ই’য়াবা ঢুকে পড়েছে গ্রামে গ্রামে। এসব নে’শার কারনে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা মা’দকাসক্ত হয়ে পরছে। যার কারণে ঝরে পরছে অনেক শিক্ষার্থীর জীবণ।
বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’দকের বি’রুদ্ধে যে কঠোর আইন জারি করেছেন তবুও এই এলাকা গুলোতে চলছে মরণ নে’শা, সর্বনাশা ই’য়াবা সেবন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প নিরব দর্শক ভূমিকা পালন করছেন বলে তারা অভিযোগ করেন।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’




 
	


























