জমে উঠেছে উপজেলা নির্বাচনে প্রার্থীদের নড়েচড়ে বসা। তবে সেই নড়েচড়ে বসার মধ্যে তেমনকোন উত্তাপ ছড়ায়নি এখন পর্যন্ত। কি চেয়ারম্যান,ভাইস চেয়ারমান কি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কারও কোন প্রকার জনগনের সাথে সৌজন্য স্বাক্ষাত চোখে পড়ছেনা বলে তৃণমূল থেকে এমনই অভিযোগ উঠতে শুরু হয়ে গেছে।
এরই মধ্যে সোমবার বিকেলে বানারীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি তারুণ্যের প্রতীক নুরুল হুদা তালুকদার বরিশাল জেলা আওয়ামী লীগ বরাবরে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার আবেদনপত্র জমা দিয়েছন।
জানাগেছে অপর এক প্রার্থী বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন মঙ্গলবার বিকেলে তার আবেদনপত্র জমা দিবেন।
অপরদিকে প্রেসক্লাবের সহ-সভাপতি আনিচুর রহমান মিলন ১৯৭৯ সালে জয়বাংলা শ্লোগান দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন দাবী করে তিনিও ভাইস চেয়ানম্যান পদে আবেদনপত্র জমা দিবেন।
এই পদে ৬ জন প্রার্থীর নাম শোনা গোলেও অন্যদের কাছ থেকে আবেদনপত্র জমা দেওয়ার তেমন কোন সাড়া পাওয়া যায়নি।
তাই তৃণমূল ধারণা করছে শেষ পর্যন্ত এই তিন জনের নামই জেলা থেকে কেন্দ্রে পাঠাতে পারেন।
তবে প্রার্থীদের ধারণা দলীয় সমর্থন পেলেই নির্বাচনী বৈতরণী পাড় হয়ে যাবে,এমন মনোভাব থেকে বের হয়ে জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে বলেও মুল আলোচনায় এই বিষয়টিকে রেখেই নির্বাচনী চায়ের টেবিল সড়গরম রাখছেন তৃণমূলের দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ।




 
	


























