৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

রাজাপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম।

 মোঃ সাইদুল ইসলাম,রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি। সমকাল নিউজ ২৪

ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন শামিমা নামের এক নারী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরের সোহাগ ক্লিনিকে অস্র পাচারের মাধ্যমে এ তিন নবজাতকের জন্ম দেয়।তিন সন্তানের তিন জনই ছেলে। তিন নবজাতকের মা শামীমা উপজেলার চাড়াখালী গ্রামের মোঃ ফারুক নাইয়ার পুত্রবধুু ও মৎস ব্যবসায়ী ফয়জুল্লাহর স্ত্রী। তিন নবজাতক শিশু সহ মা সম্পূর্ন সুস্থ রয়েছে। তিন সন্তানের ওজন ২কেজি ৯০০শত গ্রাম, ২ কেজি ৮০০ শত গ্রাম ও ২ কেজি।

নবজাতক শিশুদের দাদী বিলকিস বেগম জানান, তার পুত্রবধু ৭ বছর আগে এক ছেলে সন্তানের জন্ম দিয়ে ছিলেন। বুধবার রাত ১২ টায় তার পুত্রবধুকে নিয়ে সোহাগ ক্লিনিকে আসে। বৃহস্পতিবার বিকাল ৩টায় অস্র পাচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। প্রসূতি এ মায়ের অস্র পাচার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. মাহবুবুর রহমান। এ সময় তাকে সহযোগীতা করেন ডা. মহিউদ্দিন ও ডা. জালিস মাহমুদ।

দীর্ঘদিন ধরে উপজেলা সদরের সোহাগ ক্লিনিক নামের প্রতিষ্ঠানটি সুনামের সাথে সেবা দিয়ে আসছেন। একসঙ্গে তিন নবজাতকের জন্ম নেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সোহাগ ক্লিনিকে তাদের দেখতে ভিড় জমায়। তবে দেখতে আসা জনতার সঙ্গে নবজাতকের মামারা অশ্লীন আচরন করলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষনিক রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ঝালকাঠি বিভাগের আলোচিত
ওপরে