৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

রাজাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছত্রদল নেতার পদ স্থগিত

 সাইদুল ইসলাম, রাজাপুর প্রতিনিধিঃ সমকাল নিউজ ২৪

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিক মৃধা’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

জেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক।

গত ২ সেপ্টেম্বর শনিবার দপ্তর সম্পাদক তারেক স্বক্ষরিত স্থগিতাদেশ প্রদান পত্রে উল্লেখ করা হয়েছে, ‘ঝালকাঠি জেলা ছাত্রদলের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলামের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।’ রফিক মৃধার বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ১ (এক) কার্য দিবসের মধ্যে ছাত্রদলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয় একই পত্রে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ‘২৯আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পরে রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল রাজাপুর উপজেলা শাখার আহবায়ক আল ইমরান কিরন এর উপর একই কমিটির সদস্য সচিব রফিক মৃধার নেতৃত্বে হামলা করা হয়। এতে গুরুতর আহত হয় আল ইমরান কিরন। রাতেই চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত কিরনকে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ঝালকাঠি বিভাগের আলোচিত
ওপরে