৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
বরগুনা সদরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ... দিনাজপুর-৫ বি এন পি-র মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র... চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি...

রাজাপুরে দুর্নীতির বিরুদ্ধে নিউজ প্রকাশ হওয়ার পর বৃদ্ধি পাচ্ছে রাজস্ব খাতের অর্থ

 সাইদুল ইসলাম,রাজাপুর, সমকাল নিউজ ২৪

ঝালকাঠির রাজাপুরে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরনে উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ এর বিরুদ্ধে রাজস্ব খাতের অর্থ হাতিয়ে নেওয়ার (দুর্নীতি) বিষয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশের পর বৃদ্ধি পাচ্ছে রাজস্ব খাতের অর্থ। ২৬ জুলাই শুক্রবার ঢাকা ও বরিশাল থেকে প্রকাশিত জাতীয় ও আঞ্চলিক পত্রিকা সহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় অর্থ আত্মসাৎ এর নিউজ প্রকাশ হওয়ার পর নরেচরে বসেছেন উপজেলা নির্বাচন অফিসার সহ সংঘবদ্ধ এ চক্রটি। জাতীয় পরিচয় পত্র হারিয়ে যাওয়াসেবা গ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থাপনায় আনা হয়েছে আমুল পরিবর্তন।

শনিবার (২৭ জুলাই) উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদে চতুর্থ দিনের মতো স্মার্ট কার্ড বিতরণের সময় সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্বের নিয়ম কানুনের তুলনায় ভিন্ন চিত্র। টাকা আদায় করার কক্ষটিতে পূর্বে ইলেক্ট্রনিক ডিভাইস থাকলেও তা ব্যবহার করা হতো না এবং টাকা আদায় করলে কোন কার্বন কপি ছারা একটি মাত্র পাতায় নাম, মোবাইল নাম্বার ও অংকের পরিমান লিখে দিত কিন্তু এখন দেখা যায় পুরোটাই ভিন্ন। টাকা আদায় করার সময় ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, কম্পিউটার) ব্যবহার এবং ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর তিন পাতার সেল্প কার্বন কপি। লিপিবদ্ধ করছেন রেজিষ্টারে। তারপরও বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিধান অনুযায়ী সেবা গ্রহীতার অর্থ মোবাইলের মাধ্যমে ব্যাংকে জমা করে দিচ্ছেন না ট্রেনজেকশন আইডি।

গত ২৪ এবং ২৫ তারিখে পরিচয় পত্র হারিয়ে যাওয়ার সংখ্যা রেজিষ্টারে লিপিবদ্ধ করেছেন তার চেয়ে আনুপাতিক হারে এখন ৩ শত শতাংশ বেশি লিপিবদ্ধ করছেন। স্থানীয়দের অভিমত সেবা গ্রহনের অর্থ শেষ পর্যন্ত সরকারের রাজস্ব খাতে জমা হবে কি।

উল্লেখ্য উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ এর ভাষ্য মতে, শুক্তাগড় ইউনিয়নে বিতরণের ১ম দিন ৫১ জন, ২য় দিন ৬৪ জন সেবা গ্রহীতা সেবা গ্রহনের জন্য সরকারি খাতে টাকা জমা করেন বলে দাবী করেন। আর নিউজ প্রকাশের পর ৩য় দিন ৮৪ জন এবং ৪র্থ দিন শনিবার ১৪৬ জনের কথা জানা যায়। তবে বিতরণ স্থলে উপস্থিত এলাকার গণ্যমান্য নেত্রীস্থানীয়দের ধারনা প্রথম দুই দিন সেবা গ্রহীতার সংখ্যা কাগজে কলমে দেখানোর চেয়ে অনেক বেশি ছিল।

উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা জানান, হারিয়ে যাওয়া কার্ডের জন্য জনপ্রতি ৩৪৫ টাকা নেওয়ার কথা জানতাম কিন্তু এখন দেখি নির্বাচন অফিসার জনপ্রতি ৩৬০ টাকা নিচ্ছেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ঝালকাঠি বিভাগের সর্বশেষ
ঝালকাঠি বিভাগের আলোচিত
ওপরে