মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর ::
সারাদেশের ন্যায় একযোগে আজ শনিবার (২নভেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠির রাজাপুরে শুরু হয়েছে অষ্টম শ্রেনির ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও মাদরাসা শিক্ষার্থীদের ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষা।
নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা গুলোকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার।
উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এমডি আবুল বাসার তালুকদার বলেন এ বছর রাজাপুর উপজেলায় খুবই শান্তিপূর্ণ ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, এ বছর জেএসসি পরীক্ষার জন্য তিনটি কেন্দ্র ও দুটি ভেন্যু রয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার চল্লিশজন এদের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলো একশত তিন জন এবং জেডিসি পরীক্ষার জন্য দুটি কেন্দ্রে নয়শত একত্রিশ জন, এদের মধ্যে অনুপস্থিত ছিলো তিরানব্বই জন।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’