৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

রাজারহাটে গাভী পালনে সফল “জনতা এ‍গ্রো ফার্ম”

  সমকাল নিউজ ২৪

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে কৈলাশকুটি গ্রামে “জনতা এ‍গ্রো ফার্ম ” দুগ্ধজাত গাভী পালন করে দারুণ সফলতা অর্জন করেছে। ফার্মটির মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা বলে জানা য়ায়, প্রথমে ৬টি গাভী দিয়ে খামার শুরু করে বতর্মানে তার খামারটিতে ৩৪ টি গরু আছে। যার মধ্যে গাভী ১৬টি, বকনা ৮টি, বাছুর ৭টি ও ষাঁড় ৩টি রয়েছে।

বর্তমানে তার খামার থেকে প্রতিদিন প্রায় ২২০ থেকে ২৪০ লিটার দুধ উৎপাদন হয়। তিনি আরও জানান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে লোক আসে তার কাছে দুধ নিতে যা তার খুব ভালো লাগে। তিনি প্রতি মাসে গড়ে প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকার দুধ বিক্রি করেন । তিনি আশাবাদী “জনতা এগ্রো ফার্ম”কে আধুনিক কৃষি খামার হিসেবে গড়ে তুলবেন। বতর্মানে খামারটিতে ৩ জন লোক কাজ করেন এবং একজন পশু চিকিৎসক নিয়মিত সিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তার এ সফলতা দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন বলে তিনি মনে করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুড়িগ্রাম বিভাগের আলোচিত
ওপরে