“আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার” কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় মুজিববর্ষের অঙ্গিকার অনুযায়ী ২য় পর্যায়ে ৮০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে। রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
ঘোষণা অনুযায়ী প্রত্যেক ভূমিহীন পরিবারকে আধাপাকা ঘর ও ২ শতক জমি বরাদ্দ দেয়া হবে। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে ৬২টি ঘর, ঘড়িয়ালডাঙ্গা ১৫টি ঘর, নাজিমখান ২টি ও বিদ্যান্দন ১ টি ঘর গৃহহীন পরিবার মাঝে বরাদ্দ দেয়া হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঘোষিত সরকারি খাসজমি উদ্ধারপূর্বক গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ করে প্রথম দফায় রাজারহাট উপজেলায় ৭০ পরিবারকে ৭০ টি গৃহ বরাদ্দ দেয়া হয়।