“মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়।
বুধবার (২ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরে তাসনিমের সভাপত্বিতে এবং উপজেলা সমবায় অফিসার মোঃ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), জেলা আওয়ামী লীগের সদস্য চাষী আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহের উদ্দিন ধনি, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক, চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম প্রমূখ।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জনকে স্মার্টকার্ড বিতরণ করা হয়।