পরিবেশ ও ভূমি আইন উপেক্ষা করে নাটোরের সিংড়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে মনির নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে চলনবিল এলাকায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো’র ভ্রাম্যমান আদালত।
এছাড়া সরকারী অনুমতি বিহিন কৃষি জমি থেকে মাটি কাটবেনা মর্মে মুচলেকা দেন সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আঃ জলিল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান। ইউএনও বলেন, মনির নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আঃ জলিল নামের একজন মুচলেকা দিয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।