এস এম জাহেদুল ইসলাম সিলেট ::
সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন।
অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগে শীর্ষ দুই পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটের পথে না গিয়ে সমঝোতার মাধ্যমে উভয় পদে নেতাদের নাম ঘোষণা করতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তিনি ২০ মিনিট সময় দিয়েছেন সম্মেলনে উপস্থিত হওয়া নেতাকর্মীদের কাছ থেকে।
জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন নেতা প্রার্থী হয়েছেন।
অন্যদিকে মহানগর আওয়ামী লীগে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন নেতা প্রার্থী হয়েছেন।
সম্মেলনস্থলে ওবায়দুল কাদের জানান, এসব আগ্রহী নেতাদের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে উভয় শাখায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা হবে। এজন্য তিনি ২০ মিনিট সময় দেন।
যদি সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা না যায়, তবে বিষয়টি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন কাদের।
‘বিদ্রঃ সমকালনিউজ২৪.কম একটি স্বাধীন অনলাইন পত্রিকা। সমকালনিউজ২৪.কম এর সাথে দৈনিক সমকাল এর কোন সম্পর্ক নেই।’