৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন... কুয়াকাটায় ধরা পড়ল দুই কেজির ইলিশ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

২৫০ রান করেও বিশ্বকাপে জয় সম্ভব হবে : কোহলি

 খেলাধুলা ডেস্কঃ সমকাল নিউজ ২৪
২৫০ রান করেও বিশ্বকাপে জয় সম্ভব হবে : কোহলি

বিশ্বকাপ শুরুর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একত্রে হাজির হয়েছিলেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। লন্ডনে এই ‘মিট দ্য ক্যাপটেনস’ নামক এই অনুষ্ঠানে বিরাট কোহলি মনে করিয়ে দেন বিশ্বকাপের শেষাংশটা বেশ কঠিন হবে। তার মতে, ২৫০ রান করেও বিশ্বকাপে ম্যাচ জয় সম্ভব হবে।

বিশ্বকাপে যাওয়ার আগে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে রানবন্যা দেখা গিয়েছিল। ২-০ পিছিয়ে পড়ার পরেও ৫-৩ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। অপরদিকে, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজেও দেখা গিয়েছিলে রানবন্যা। প্রতিটি ম্যাচেই দুই দল মিলে ছয় শতাধিক রান করেছে।

তবে ভারতীয় অধিনায়কের মতে বিশ্বকাপে হয়তো এমন রানের ফুলঝুরি দেখা যাবে না। বড় টুর্নামেন্টে চাপ বেশি থাকে, এটাও এর একটি বড় কারণ। এমনকি কোহলি বলেছেন, ২৫০ রান করেও বিশ্বকাপে জয় সম্ভব হবে।

কোহলির ভাষায়,‘আমার তো মনে হয়, বিশ্বকাপে ২৬০-২৮০ রানের লক্ষ্যে ব্যাট করাও ৩৮০ রান তাড়া করার মতোই কঠিন। টুর্নামেন্টের শেষাংশে রানবন্যার ম্যাচ দেখা যাবে না। আপনি দেখবেন, ২৫০ রানের সংগ্রহ নিয়েও ম্যাচ বের করে আনা সম্ভব হবে।’

বিশ্বকাপের ম্যাচগুলো কেমন প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হবে সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলের মানই একরকম নয়। তবে এই ধরনের টুর্নামেন্টে সবাই ভালো করতে চাই তাই সবদলই প্রভাব বিস্তার করবে। দেশ ছাড়ার আগেও অবশ্য তিনি বলেছিলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা হালকাভাবেই দেখছেন।

এই ডানিহাতি ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে, সবগুলো দলই তো আর সমপর্যায়ের না। তবে আপনি নকআউট পর্বের যত কাছে যেতে থাকবেন ততই প্রভাব পড়বে। সবাই ভালো শুরুর চেষ্টা করবে। বিশ্বকাপে অনেক চাপ থাকে। কয়েকটা ম্যাচ গেলেই সবাই নিজ নিজ অবস্থান বুঝতে পারবে। তখন সবাই-ই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টায় থাকবে। আমার মনে, টুর্নামেন্টের শেষাংশটা বেশ কঠিন হতে চলেছে।’

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
ওপরে