৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

samakalnew24
samakalnew24
শিরোনাম:
পাইকগাছায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হেলথ্... উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, অর্ধকোটি... পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি... খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুনছেন তালতলীর... নোয়াখালীতে মানুষের ধারে ধারে ব্যারিস্টার পারভীন...

ইবিতে নীলস্ কর্তৃক “ক্যারিয়ার আড্ডা উইথ সুশান্ত পাল” অনুষ্ঠিত

  সমকাল নিউজ ২৪

শাহরিয়ার কবির রিমন, ইবি, কুষ্টিয়া ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দি নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস কর্তৃক “ক্যারিয়ার আড্ডা-২০২০ উইথ সুশান্ত পাল” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দি নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস(নীলস্) ইবি চ্যাপ্টার এর সভাপতি মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডঃ হারুন-উর-রশিদ আসকারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ সেলিম তোহা এবং আইন অনুষদের ডীন অধ্যাপক ডঃ হালিমা খাতুন।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের ডেপুটি কমিশনার অব কাস্টমস সুশান্ত পাল। এছাড়াও বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলার সহকারি জাজ তরিকুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা এ আয়োজন উপভোগ করেন।

প্রতিদিনের খবর পড়ুন আপনার ইমেইল থেকে
কুষ্টিয়া বিভাগের সর্বশেষ
ওপরে