ঝালকাঠির রাজাপুরে এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার গোডাউন রোড এলাকার ব্যাংক এশিয়া রাজাপুর উপজেলা শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ব্যাংক এশিয়া রাজাপুর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় এতিমখানার দুস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজাপুর প্রেসক্লাব ও বিএমএসএফ রাজাপুর উপজেলা সভাপতি মোঃ আহসান হাবিব সোহাগ। এ সময় ব্যাংক এশিয়ার বরিশাল জোনের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক চৌধুরী, টিম লিডার মোঃ ইমরান নাজির, এসিস্টান্ট রিলেশন শিপ অফিসার মোঃ আরিফ খন্দকার, ব্যাংক এশিয়া রাজাপুর শাখার ম্যানেজার মোঃ আরিফুর রহমান রনি সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ।
