জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকদের ধানের নায্য মূল্যে দিতে সরাসরি সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ ধানের গুনগত মানের প্রত্যায়ন দিলেই কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে সেই ধান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাদ্য গুদাম চত্বরে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।
কালাই উপজেলা প্রশাসন ও উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে সরকারি নির্দেশনা মোতাবেক খাদ্য গুদামে উপজেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ২৬ টাকার কেজি দরে ধান ক্রয় করা হবে। উপজেলার দুই-খাদ্য গুদামে বোরো ধানে ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩শ ৩৭ মেট্রিক টন। উপজেলায় ২৭ হাজার ৭শ ৮৭ জন কার্ডধারী মাঝে লটারীর মাধ্যমে ৬শ ৭৪ জনপ্রতি ৫শ কেজি এই বোরো ধান ক্রয়ের আগামী ৩১ আগস্ট মাসেই শেষ হবে। বর্তমান বাজারে ৫ থেকে ৫৫০শ টাকা মণ বিক্রি হলেও সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রি করে কৃষকেরা খুশি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ জাকির হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিন, কালাই থানা অফিসার ইনচার্জ আবদুল লতিফ খান, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোছাঃ রেবেকা সুলতানা প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মো. নূর-উর-রহমান বলেন, পরিশ্রম করে কৃষকেরা ধান উৎপাদন করেন সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে। মধ্যসত্বভোগীরা সুবিধা গ্রহণ না করতে পারে সে জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হচ্ছে। কৃষকের ধান বিক্রয়ের সঙ্গে কোন মধ্যসত্বভোগীরা থাকতে পারবে না। সে দিক লক্ষ্য রাখার জন্য জনপ্রতিনিধি, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠদের সতর্ক থাকার পরামর্শ দেন।