ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায়
বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা এ্যাডমিনিস্ট্রেশন কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আবু সায়েদ মোঃ মনজুর আলম।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তার, পৌর মেয়র জাহিদুল ইসলাম, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, সাংস্কৃতিককর্মী, সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় আগত অতিথিদের স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।




 
	


























