ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর সাধারণ পাঠাগারের সহ-গ্রন্থগারিক মোঃ রাশিদুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পেশাগত জীবন থেকে অবসরের প্রাক্কালে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার সন্ধায় স্থানীয় পৗর-পাঠাগার মিলনায়তনে কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজের আয়োজনে এই সম্মাননা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি নিমাই চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতিশীল নাগরিক সমাজের উপদেষ্টা মনিরুজ্জামান শান্তি, মিতালী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা মিতুল সাইফ, প্রগতিশীল নাগরিক সমাজের শফিকুল ইসলাম, সাবেক পৌর-কাউন্সিলর আব্দুল মাজেদ এবং প্রগতিশীল নাগরিক সমাজের সদস্য সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।




 
	


























