ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ করেছেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বসুরহাট উত্তর বাজার বাইপাস সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এস শেষ হয়। এর পরেই সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নোয়াখালী ৫ আসনের ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উপস্থিত ছিলেন আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।