বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশ্চিম সৈয়দপুর ভাটরা গ্রাামে পূর্ব শত্রুতার জের ধরে সরকারি ১০ বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন করা হয়েছে।
জানা যায়, উপজেলার পিরব ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর ভাটরা গ্রামের সরকারি ১০ বিঘা পুকুর টি অত্র গ্রামের মৎস্যজীবি সমিতির সভাপতি মুকুল মন্ডল উপজেলা জলমহল কমিটি থেকে সর্বোচ্চ ডাকে ডি.সি.আর মূলে মাছ চাষ করছেন।
হঠাৎ করে গতকাল রাতে উক্ত পুকুরে শক্রতার জের ধরে প্রতিপক্ষরা কৌশলে পুকুরের পাহারাদার কে সরিয়ে দিয়ে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন করে।
এ ব্যাপারে অত্র পুকুরের ইজারাদার মুকুল মন্ডল বলেন- একই গ্রামের প্রতিপক্ষ দবির মুন্সি, গণিক প্রধান ও পলাশ তারা সু কৌশলে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছে।






























